১৯৮৩ সালে জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানা হতে মাত্রাই, কালাই (বর্তমানে আহম্মেদাবাদ), উদয়পুর, জিন্দারপুর এবং পুনট এই পাঁচটি ইউনিয়ন নিয়ে কালাই থানা গঠিত হয়। পরবর্তীতে ১৯৮৪ সালে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে এটি কালাই উপজেলা হিসেবে যাত্রা শুরু করে। এরপর, জয়পুরহাট জেলার প্রবেশদ্বারে ২০০১ ইং সনে ১২.৯২ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে কালাই পৌরসভা গঠিত হওয়ার পর স্থানীয় সরকার বিভাগ কর্তৃক “গ” শ্রেণীর পৌরসভা হইতে বর্তমানে “ক” শ্রেণীতে উন্নীত হয়েছে।